ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ায় পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করেছে নবম শ্রেণির ছাত্র নাসিম মালিথা। তাকে মুর্মূষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ধর্ষক জেলা শহরের কাঞ্চনপুর গ্রামের আব্দুল কদরের ছেলে। সে স্থানীয় আল-হেরা স্কুলের ছাত্র। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষককে গ্রেফতার করার জন্য কয়েক দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। অন্যদিকে প্রভাবশালীরা মামলা তুলে নেয়ার জন্য বাদীর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
ঝিনাইদহ থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শিশুটি গত শনিবার ধর্ষিত হলেও পুলিশকে যথাসময়ে খবর দেয়া হয়নি। হাসপাতালসূত্রে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত শিশুর মায়ের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে পুলিশ। এরপর আসামি গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নামে। প্রভাবশালীরা ঘটনা ধামা চাপা দেয়ার জন্য এখনো চেষ্টা করে যাচ্ছে মর্মে তার কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কাউকে ছাড় দেয়া হবে না এবং শিগগিরই আসামি গ্রেফতার করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পুলিশের এ কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত শিশুর পিতা বলছেন, ঘটনার দিন দুপুরে তার পাঁচ বছর বয়সের মেয়ে টিভিতে কার্টুন দেখছিলো। এ সময় নাসিম সুযোগ বুঝে তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি আরো জানান, ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং শিশুটিকে সদর হাসপাতালের ভর্তি করা হয়। গতকাল শুক্রবার থেকে শিশুটির অবস্থার আরো অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। অপরদিকে প্রভাবশালীরা আসামির পক্ষ নিয়ে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন অসহায় শিশুর পিতা ।