স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের স্থগিতকৃত মনোবিজ্ঞান ১ম পত্র পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮টায় ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার স্থগিতকৃত মনোবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সকল সময়সূচী অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।