চুয়াডাঙ্গায় দিনদুপুরে জনস্বাস্থ্য বিভাগের গাছ চুরি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস চত্বর থেকে গাছ চুরি হয়ে যাচ্ছে। গতকাল দিনদুপুরে একটি কদম গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দেয়। তবে এ কাজের সাথে সরাসরি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওমর আলী জড়িত বলে অভিযোগ তুলেছেন চুয়াডাঙ্গার সচেতন মহল।

অভিযোগকারীরা জানান, গতকাল শুক্রবার ছুটির দিনে কয়েকজন শ্রমিক অফিসের সাইনবোর্ডের কোল ঘেঁষে থাকা একটি কদমগাছ কাটছিলো। এ সময় এলাকার সচেতন কিছু ব্যক্তি তাদের গাছ কাটতে বাধা দেয়। সেখানে গিয়ে দেখা যায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ি চালককে। তবে তিনি পরিচয় দিতে ভয় পাচ্ছিলেন। তিনি বলেন স্যার জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই কাটছিলেন। তবে তিনি তার স্যারের মোবাইল নম্বর দেন কথা বলার জন্য। গতকাল বিকেল থেকে গতরাত ৮টা পর্যন্ত অসংখ্যবার ওমর আলীর মোবাইলফোনে রিং দেয়া হয়, কিন্তু তিনি একবারও ফোন রিসিভ করেননি।

Leave a comment