মাথাভাঙ্গা মনিটর: লাস ভেগাসের একটি হোটেলে বক্তৃতাকালে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে উদ্দেশে করে জুতা ছোড়ল এক নারী। হঠাৎ তার উদ্দেশ্য ছুটে আসা উড়ন্ত জুতাটিকে এড়াতে চট করে মাথা সরিয়ে নিলেন তিনি। এরপরও হিলারি স্বাভাবিক ভঙ্গিতে বক্তৃতা চালিয়ে গেলেন। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র জর্জ ওগিলভি জানান, একজন নারী হিলারি ক্লিনটনকে উদ্দেশে জুতা ছোড়েন। যদিও ওই নারী এ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন না। জুতা ছোড়ার আগেই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নজরে পড়েন ওই নারী। নিরাপত্তা কর্মকর্তারা তার দিকে এগিয়ে যেতে থাকলে তিনি হিলারিকে লক্ষ্য করে একটি জুতা ছুড়ে মারেন। এ ঘটনার পরপরই তাকে আটক করা হয়। ঘটনার পর হিলারি তার বক্তৃতা চালিয়ে যান। এ সময় তিনি সমাবেশে উপস্থিত প্রায় এক হাজার লোকের সামনে জুতা ছোড়ার ঘটনাটি নিয়ে রসিকতাও করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রীর সাথে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেয়ার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লক্ষ্য করে একজন ইরাকি জুতা ছুড়েছিলেন। তিনিও সেই জুতার আঘাত এড়াতে সক্ষম হন।