জাহাঙ্গীর আলম: মরমী সুর সাধক ২১শে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিক উপলক্ষে ঘরোয়া পরিবেশে সাধু সংঘের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ জন্মবার্ষিকী পালিত হয়। প্রতিবছর সরকারিভাবে জেলা প্রশাসক ও শিশু একাডেমীর মাধ্যমে প্রখ্যাত বাউল মরমী সুরসাধক ২১শে পদকপ্রাপ্ত খোদাবক্স শাহের মৃত্যবার্ষিকী পালন করা হলেও সাঁইজির জন্মদিন কোনো সরকারি উদ্যোগ ছাড়াই পালিত হয়ে আসছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মৃতি পরিষদের সচিব কারুজ্জামান কাফি। উপস্থিত ছিলেন আব্দুল লতিফ শাহ ও ইঞ্জিনিয়ার ফারুক হোসেনসহ ভক্তবৃন্দ।