হামলাকারী শিক্ষক গিয়াস উদ্দীন বহিষ্কার
আলমডাঙ্গা বুরো: আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছনাকারী ভোকেশনালের ট্রেড ইন্সট্রাকটর গিয়াস উদ্দীনকে বহিষ্কার করা হয়েছে। গত পরশু রাতে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরীসভায় এ বহিষ্কারাদেশ দেয়। হামলাকারী ট্রেড ইন্সট্রাক্টর গিয়াস উদ্দীনকে গ্রেফতারের দাবিতে আজ শনিবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক-অভিভাবকদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ওই বিদ্যালয়ের ভোকেশনালের সিনিয়র ট্রেড ইন্সট্রাকটর গিয়াস উদ্দীন গত বৃহস্পতিবার দুপুরে তার ব্যবসায়িক পার্টনার শহরের কলেজপাড়ার নিজাম উদ্দীনের ছেলে কামরুলকে সাথে নিয়ে বিদ্যালয়ে ঢোকেন। এ সময় তারা প্রধান শিক্ষককে মারধর করেন। পরে জরুরিসভায় এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ম্যানেজিং কমিটির সদস্য শেখ আব্দুল জব্বারকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট প্রদান করবে। এছাড়া গতপরশু রাতে প্রধান শিক্ষক রবিউল ইসলাম আলমডাঙ্গা থানায় দুজনকে আসামি করে এজাহার দায়ের করেন। ওই রাতেই পুনরায় বিদ্যালয় পরিচালনা কমিটি পৃথক আরেকটি সভায় গিয়াস উদ্দীনকে বহিষ্কারাদেশ দেন। এদিকে এ ন্যাক্কারজনক ঘটনায় হামলাকারীদের গেফতারের দাবিতে আজ শনিবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক-অভিভাবকরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।