দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া রাখাল বালককে পতাকা বৈঠকে ফেরত

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শাকিল মিয়া (১৪) নামে এক বাংলাদেশি রাখাল বালককে ধরে নিয়ে যায়। পরে বেলা ১টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্থান্তর করেন। ফেরত আসা রাখাল বালক উপজেলার মুন্সিপুর গ্রামের আশা মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, দামুড়হুদার মুন্সিপুর গ্রামের আশা মিয়ার ছেলে রাখাল শাকিল মিয়া বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গরু আনতে মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারতের ভেতরে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় সেখানে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়নের নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। সংবাদ পেয়ে বিজিবির পক্ষ থেকে রাখাল বালককে ফেরত চেয়ে সাথে সাথে বিএসএফ’র কাছে পত্র প্রেরণ করা হয়। পত্র পেয়ে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাখাল বালক শাকিলকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাখাল বালককে তার পিতার কাছে হস্থান্তর করে বিজিবি।