১৭শ বছরের পুরোনো মমির মস্তিষ্ক অক্ষত…

মাথাভাঙ্গা মনিটর: ১ হাজার ৭০০ বছর আগে মানুষটি মৃত্যুবরণ করেছিলেন। মমি বানিয়ে রাখার হাজারো যুগ পরও তার মস্তিষ্ক অক্ষত রয়েছে। তবে নারী মমিটির দেহে হার্টের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গবেষকরা মমিটির দেহে সিটি স্ক্যান করার পর ওই নারীর বয়স সম্পর্কে তথ্য দিয়েছেন। তাদের দাবি ৩০ থেকে ৫০ বছর বয়সের মধ্যেই তার মৃত্যু হয়েছিলো। তার একটি কল্পিত ছবিও প্রকাশ করেছেন তারা। বহু মিশরীয় নাগরিকের মতোই ওই নারীও জীবদ্দশায় দাঁতের মারাত্মক সমস্যায় ভুগেছিলেন। তাকে মমিতে পরিণত করার সময় ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, যকৃৎ ও এমনকি হার্টও অপসারণ করা হয়েছিলো। এরপর মমিকরণের অন্যান্য প্রক্রিয়া শেষে তার মৃতদেহ ব্যান্ডেজের মতো কাপড়ে মুড়িয়ে কফিনে সংরক্ষণ করা হয়। মন্ট্রিয়ালের ম্যাকগিল ইউনিভার্সিটির রেডপাথ জাদুঘরে বর্তমানে কফিনসহ মমিটি রাখা আছে। তবে গবেষকরা একটি বিষয় নিয়ে এখনও ধাঁধাঁয় আছেন। মৃত ব্যক্তির হার্ট অপসারণের পর সেটা নিয়ে কি করতেন প্রাচীন মিশরীয়রা, এবার এ প্রশ্নের জবাব খুঁজতে চান তারা।