সাতক্ষীরায় বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীকে ধরে নিয়ে পুলিশের গুলি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থী এক শিবিরকর্মীকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করেছে পুলিশ। পুলিশের দাবি, পাল্টাপাল্টি গুলিতে আহত হয়েছে সে। গুলিবিদ্ধ ওই তরুণের দাবি, সে রাজনীতিতে সক্রিয় নেই। বাড়ি থেকে ধরে নিয়ে তাকে গুলি করেছে পুলিশ। গুলিবিদ্ধ তরুণের নাম মিলন বাবু সোহাগ (১৯)। সাতক্ষীরার সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বাবা শাহাদাত হোসেন। তাদের বাড়ি দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গামোড় এলাকায়। গত বুধবার রাত সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় মিলনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।