ঝিনাইদহে আধাবেলা পরিবহন ধর্মঘট পালিত : প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গতকাল বৃহস্পতিবার জেলার ৬ উপজেলায় আধাবেলা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। বুধবার রাতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফারকে গ্রেফতার করার দাবিতে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ধর্মঘট চলে।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাস সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। তাদের গ্রেফতারের দাবিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ধর্মঘট, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে দু শ্রমিক নেতার গ্রেফতারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঝিনাইদহ জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেয়া পৃথক স্মারকলিপিতে এ আল্টিমেটাম দেয়া হয়। মালিক শ্রমিক ঐক্য পরিষদের সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু। সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাবিবুর রহমান রিজু, শ্রমিক নেতা মোল্লা কেরামত আলী, বজলুর রহমান, আব্দুল কুদ্দুস, সুমন ব্যানা ও সাইদুল ইসলাম সাইদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বহিরাগত সন্ত্রাসী ও মাস্তান দিয়ে উজ্জ্বল এবং গাফফার ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা করছে। ফলে গোটা পরিবহন সেক্টরের কেউ নিরাপদ নয়। এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হলে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।
প্রসঙ্গত, ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এ ঘটনার জের ধরে শ্রমিকদের বিবাদমান দুটি গ্রুপ মঙ্গল ও বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে। এ ঘটনা নিয়ে মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।