মামলা প্রত্যাহারের দাবিতে গাংনীতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

গাংনী প্রতিনিধি: মেহেরপুরে গাংনীতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়েরকৃত মামলা মিথ্যা দাবি করে তা প্রত্যাহারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিছিলটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে কাথুলী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশে মামলার প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গাংনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, ছাত্রলীগ নেতা নাজমুল, ইন্টু ও রকিবুল প্রমখ।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় অফিস কক্ষে ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব ও ছাত্রলীগকর্মী  নামজুলসহ ১৫/২০ জনের নামে গাংনী থানায় মামলা দায়ের করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম।

Leave a comment