পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি সম্পদ চুয়াডাঙ্গার মুদি দোকানে বিক্রি

 

স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি সম্পদ চুয়াডাঙ্গার বিভিন্ন মুদি দোকান ও ফার্মেসিতে অবাধে বিক্রি হচ্ছে। মাঠ পর্যায়ে এ বিভাগের কার্যক্রমের তদারকি না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সচেতন মহল মন্তব্য করছে।

অভিযোগকারীরা জানিয়েছেন, পরিবার পরিকল্পনা বিষয়ে এখন চুয়াডাঙ্গার মানুষ অনেকটাই সচেতন। এই সুযোগ নিচ্ছে মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা সহকারীসহ কর্মকর্তারা। ফলে জন্মনিয়ন্ত্রণের পিল ও কনডম বিনামূল্যে দেয়ার কথা থাকলেও সেগুলো ইদানীং দেয়া হচ্ছে না। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে এসব বিদেশ থেকে আমদানি করলেও তা কাজে লাগছে না। চুয়াডাঙ্গার অনেক ফার্মেসি ও মুদি দোকানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে বিক্রি নিষিদ্ধ পিল ও কনডম। গতকাল চুয়াডাঙ্গার পান্না সিনেমা হলের পার্শ্ববর্তী রনি স্টোর থেকে একজন কেনেন চায়না থেকে আমদানি করা ২০১৩ সালে উৎপাদিত ইউনিডাস করপোরেশনের কনডম। যার গায়ে একাধিকবার ইংরেজিতে লেখা আছে নট ফর সেল। অর্থাৎ বিক্রির জন্য নয়। সরকারের বিনামূল্যে সরবরাহকৃত এ কনডম প্রতিপিস ৩ টাকা করে বিক্রি করছেন রনি স্টোরের তারিক হোসেন। কীভাবে সরকারি সম্পদ ওই দোকানে এলো তা অবশ্যই খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী সচেতন মহল মনে করে।

Leave a comment