ঝিনাইদহে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রের মৃত্যু

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের আরাপপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত মাদরাসা ছাত্র জিহাদ হোসেন (১৮) মারা গেছে। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বৃহস্পতিবার সকালে জিহাদের নানা বাড়ি ভাটই গ্রামে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। নিহত জিহাদ হোসেন জেলার শৈলকুপা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। সে যশোর শহরের আমিনিয়া আলিয়া মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, জেলার শৈলকুপা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মাদরাসা ছাত্র জিহাদ হোসেন। তিনি একই উপজেলার ভাটই গ্রামের নানা হাজি মোহাম্মদ কেরামত আলীর বাড়ি থেকে লেখাপড়া করতো। গত ২৫ মার্চ রাতে জেলা শহরের আরাপপুর তেল পাম্পের পাশে রাত আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পরে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার  অবনতি ঘটলে ঢাকার মহাখালী আয়েশা ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাত ২টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার  সকাল ১১টার দিকে ভাটই গ্রামের নানা বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে। কে বা কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। এ ব্যপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।