আলমডাঙ্গায় জলন্ত রেকটিফাইড স্পিরিটে ঝলসে গেছে যুবক

আলমডাঙ্গা ব্যুরো: জলন্ত রেকটিফাইড স্পিরিটে ঝলসে গেছে আলমডাঙ্গা ক্যানেলপাড়ার যুবক সুরুজ আলী (২৫)। আলমডাঙ্গা শহরের হাউসপুরের একটি কাঠের আসবাবপত্রের দোকানে রং মিস্ত্রি মোম জ্বাল দেয়ার সময় অসাবধানতাবসত রেকটিফাইড স্পিরিটের বোতল আগুনের ওপর পড়ে গেলে সেই আগুনের দমকায় সুরুজের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ ঘটনায় পুলিশ রং মিস্ত্রি মাহবুবকে আটক করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পার আলমডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাহবুব হোসেন হাউসপুরের সুলতান হোসেনের কাঠের আসবাবপত্রের দোকানে রং মিস্ত্রির কাজ করেন। গতকাল সকাল ১০টার দিকে ওই কাঠের আসবাবপত্রের দোকানের সদ্য তৈরিকৃত আসবাবপত্রে রং করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ক্যানেলপাড়ার জালাল উদ্দীনের ছেলে তার পাশে গিয়ে বসেন। মাহবুব মোম গলানোর জন্য আগুন জ্বালান। তার হাতের পাশে ছিলো রেকটিফাইড স্পিরিটের বোতল। ওই সময় তার হাতের কনুইয়ে লেগে রেকটিফাইড স্পিরিটের বোতলটির স্পিরিট ছলকে পড়ে আগুনের ওপর। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুনের দমকে ঝলসে যান পাশে বসেথাকা যুবক সুরুজ। আগুনের লেলিহান শিখায় সুরুজের মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। এদিকে রং মিস্ত্রি মাহবুবকে পুলিশ প্রথমে আটক করলেও দোষ না পেয়ে পরে ছেড়ে দেয়।