শাহজালালে ১ হাজার কার্টন বিদেশি সিগারেট আটক

স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৫০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আটককৃত সিগারেটগুলো ইজি লাইট ব্রান্ডের বলে জানা গেছে। বুধবার এ আটকের ঘটনা ঘটে। বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) আয়শা আক্তার জানান, গতকাল বুধবার সকালে শারজা থেকে আসা একটি বিমান থেকে ১ কোটি টাকা মূল্যের ওই সিগারেট আটক করা হয়। তিনি আরও জানান, ওই সিগারেট আবু ইউসুফ নামের একজনের নামে এসেছে। তবে তার সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় আবু ইউসুফকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়েছে।

Leave a comment