চুয়াডাঙ্গায় কিশোর-কিশোরীর যত্ন বিষয়ে স্কুল-মাদরাসা পর্যায়ের নারী শিক্ষকদের সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাল্যবিয়ে প্রতিরোধ কিশোর-কিশোরীর যত্ন কিশোর বয়সে পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে স্কুল-মাদরাসা পর্যায়ে নারী-শিক্ষকদের অংশগ্রহণে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাশের সঞ্চালনায় কর্মশালায় বিশেষজ্ঞ বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা বিভাগের মিডিয়া প্রোডাকশন ম্যানেজার মো. মনিরুজ্জামান। বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ও ডা. বেলাল উদ্দিন। সচেতনামূলক ক্যাম্পেইনে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ৩০ জন নারী ও শিক্ষক অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, নারী শিক্ষকরা ক্যাম্পইনের বিষয়বস্তগুলো স্কুল ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরে সচেতন করতে পারলেই শিক্ষার্থীদের জীবনে পথচলা সুন্দর ও নিরাপদ হবে।

Leave a comment