সাধারণ সম্পাদক রাশেদের মুক্তির দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ : ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

 

ইবি প্রতিনিধি: গ্রেফতারকৃত সাধারণ সম্পাদক রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মুত্তাকিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি ছাত্রদল। গতকাল সকাল সাড়ে ৮টায় এ বিক্ষোভ মিছিল ও সামাবেশ করে তারা। সমাবেশে থেকে ছাত্রদলের গ্রেফকতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আগামী শনি ও রোববার ধর্মঘটের ডাক দেয় ছাত্রদল।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টায় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদল ইসলাম রাশেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক মোত্তাকিন হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রদল। ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে শুরু হয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রদলের সভাপতি ওমর ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে নিশ্চিহ্ন করে দেয়ার পরিকল্পনা করছে। কিন্তু ছাত্রদল নিশ্চিহ্ন হওয়ার মতো কোনো ছাত্রসংগঠন না। আমাদের গ্রেফতারকৃত নেতাকর্মীদের যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন  আগমী ৪৮ ঘন্টার মধ্যে মুক্ত করতে ব্যর্থ হয়। তাহলে আগামী শনি ও রোববার সবাইকে সাথে নিয়ে সর্বাত্মক ছাত্রধর্মঘট পালন করতে বাধ্য থাকবো। উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, সহসভাপতি রবেল, রতন, তুহিন, ফারুক, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, জাহাঙ্গীর, সিরাজ, শামিম, রঞ্জু প্রমুখ।