মাথাভাঙ্গা মনিটর: নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে অবৈধ অর্থের ব্যবহারেও পিছিয়ে নেই বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের রাজনীতিবিদরা। এ বিষয়ে দেশটির অন্ধ্রপ্রদেশের রাজনীতিবিদরাই সবচেয়ে এগিয়ে রয়েছেন। ৫ মার্চ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর থেকে ৭ এপ্রিল, গত সোমবার নির্বাচন শুরু হওয়া পর্যন্ত সারাদেশ থেকে ১৯৫ কোটি রুপি জব্দ করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে জব্দ করা হয়েছে ১১৮ কোটি রুপি। অর্থ জব্দ করা ছাড়াও ওই সময়ে ২৬ দশমিক ৫৬ লাখ লিটার মদ ও ৭০ কেজি হেরোইনও উদ্ধার করা হয়। উল্লেখিত সময়ে অবৈধভাবে ভোটারদের প্রভাবিত করা ও তাদের মধ্যে অর্থ বিলি করার ১১ হাজার ৪শ ৬৯টি ঘটনার বিষয়ে প্রাথমিক অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহার বন্ধ করার উদ্যোগে আয়কর ও শুল্ক বিভাগের ৬৫৯ জন কর্মকর্তাকে নিয়োজিত করেছে । এসব কর্মকর্তাকে আগামী ৩৪ দিন ধরে যেসব এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নিয়োগ দেয়া হয়েছে। গত সোমবার পর্যন্ত নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণকারীরা অন্ধ্রপ্রদেশের ১১৮ কোটিসহ তামিলনাড়ু থেকে ১৮ দশমিক ৩১ কোটি, মহারাষ্ট্র থেকে ১৪ দশমিক ৪০ কোটি, উত্তর প্রদেশে থেকে ১০ দশমিক ৪৬ কোটি এবং পাঞ্জাব থেকে ৪ কোটি রুপি জব্দ করেছে।