মা আমাকে ক্ষমা করে দিও : আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না

বেগমপুর প্রতিনিধ: চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬৩ আড়িয়া গ্রামে গলায় ওড়না জড়িয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। কী কারণে বা কেন আত্মহত্যার পথ বেছে নিলো তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন পরিবারের লোকজন। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬৩ আড়িয়া গ্রামের মোতালেবের মেয়ে রিক্তা গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে চলছে প্রথম সাময়িক পরীক্ষা। রিক্তা ইংরেজি দুটি পরীক্ষায় অংশগ্রহণও করেছে। গতপরশু সোমবার রাতে খাবার খেয়ে বসে পড়াশোনার টেবিলে। ভোরে পরিবারের লোকজন পড়তে ওঠার জন্য রিক্তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া মেলে না। ঘরের জানালা দিয়ে দেখা যায় সে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। রিক্তা মৃত্যুর আগে চিঠি লিখে গেছে, ‘মা আমাকে ক্ষমা করে দিও। আমার আর কিছুই করার নেই। পরীক্ষা যদি খারাপ হয় তবে অনেকের অনেক কথা শুনতে হবে। আমি শুনতে পারবো না বলে চলে যাচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে  দিও। ইতি রিক্তা।’ ওই দিনই বিকেলে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওয়ালিউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় ইউডি মামলা হয়েছে।

Leave a comment