টিপ্পনী:

খবর : (মিথ্যা তথ্যে শিক্ষকরা গিলে খেয়েছেন ৪৬২ কোটি টাকা)

 

টাকার পাহাড়া খাচ্ছে ভেঙে সবাই

দিন-দুপুরে জ্যান্ত মানুষ জবাই

ক্ষমতাসীন লোকরা বগোল বাজায়

ধরা পড়ে হাবা গাড়ল নাজাই।

 

সাহেব নাকি সামনে পাবে যেটাই

খেয়ে খেয়ে মনের খায়েশ মেটায়

এই শহরের বড়-ছোট কাকার

বস্তা আছে কোটি কোটি টাকার।

 

পাচার করে যারা সোনা-ডলার

ওরা গরম কিচ্ছুটি নেই বলার

বললে বিপদ ওরা করাত শখের

সব হারামি গোছায় শুধু আখের।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment