জীবননগরে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঝটিকা অভিযান : গাঁজা বাংলামদ ও ফেনসিডিলসহ দুজন আটক

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার জীবননগরে মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করেছে। এ সময় তারা গাঁজা, বাংলামদ ও ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে। অভিযানকালে অন্য দু মাদকব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ গতকালই থানায় সোপর্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইন্সপেক্টর লাকিয়া খানমের নেতৃত্বে গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জীবননগর উপজেলা হাসাদাহ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় তারা ১শ গ্রাম গাঁজাসহ হাসাদাহ জাফরাবাজপাড়ার জুম্মাত আলীর ছেলে জামাল উদ্দিনকে (৫০) আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমটি পনরসতিপাড়ার মৃত করিম মণ্ডলের ছেলে মাদকব্যবসায়ী আব্দুল কুদ্দুছের বাড়িতে অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ও ইঊছুফ আলীর ছেলে মিনহাজ উদ্দিনের বাড়ি হতে ২০ লিটার বাংলামদ উদ্ধার করে। অভিযানকালে কুদ্দুছ ও মিনহাজ পালিয়ে যায়। অপরদিকে দলটি উপজেলা মনোহরপুরের তৈয়ব আলীর ছেলে রহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০ লিটার বাংলামদসহ তাকে আটক করে। এছাড়াও টিমটি রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলামের বাড়ি হতে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করে। আটককৃত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। কুদ্দুল ও মিনহাজকে পলাতক দেখিয়ে জীবননগর থানায় মামলা করা হয়েছে। অপরদিকে রাঙ্গিয়ারপোতার রবিউল ইসলামকে পলাতক দেখিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় অপর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।