চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন পরবর্তী কর্মীসভায় অহিদুল ইসলাম

 

ইতঃপূর্বে এ ধরনের ভোট ডাকাতি কোনো সরকার করেনি

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপি সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুর রশিদ ঝন্টুর নির্বাচন পরবর্তী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে ঝন্টুর নিজ অফিসে এ আয়োজন করা হয়। জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি একাংশে সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হক পল্টু, সাংগঠনিক সম্পাদক জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রীনা, দপ্তর সম্পাদক আবু আলা সামসুজ্জামান, আইনবিষয় সম্পাদক হেদায়েত হোসেন আসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা খাতুন, বেগমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, সদর থানা বিএনপি দপ্তকর সম্পাদক বিলূ ব্যারেষ্টার, প্রচার সম্পাদক নুর নবী সামদানী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান খানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অধীনে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করা আদৌ সম্ভব নয়। এ সরকার যেভাবে ভোট ডাকাতি করেছে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ইতঃপূর্বে এ ধরনের ভোট ডাকাতি কোনো সরকার করেনি। দেশনেত্রী খালেদা জিয়া শেখ হাসিনার এ চরিত্র বুঝতে পেরেই গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। বর্তমান নির্বাচন কমিশনার এ সরকারের তপ্লিবাহক। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিরোপেক্ষ নির্বাচন আশা কর যায় না। আন্দোলনের মধ্যদিয়ে বাকশালী সরকারকে উৎখাত করে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করে নির্দলীয় নিরোপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।