ইউক্রেইনের ডোনেস্ককে গণপ্রজাতন্ত্র ঘোষণা

মাথাভাঙ্গা মনিটর: রুশ-পন্থি বিক্ষোভকারীরা পূর্ব ইউক্রেইনের ডোনেস্ককে গণপ্রজাতন্ত্র ঘোষণা করেছে বলে খবর পাওয়া গেছে। গত সোমবার রাশিয়াপন্থিরা পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক এবং লুহান্সক শহরে রাষ্ট্রীয় নিরাপত্তাভবনগুলো দখল করে বলে জানান ইউক্রেইনের কর্মকর্তারা। নিরাপত্তা ভবনের অস্ত্রভাণ্ডারে বিক্ষোভকারীরা তল্লাশি চালিয়েছে। রুশ এক বক্তা ডোনেস্ক গণপরিষদে বলছেন, আমি পিপলস রিপাবলিক অব ডোনেস্ককে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। বিদ্রোহীরা নতুন এ রিপাবলিকের রাশিয়ায় যোগ দেয়া কিংবা না দেয়ার প্রশ্নে ১১ মের মধ্যে একটি গণভোট ডেকেছে বলেও খবর পাওয়া গেছে। গত সোমবার সকালের দিকে বিক্ষোভকারীরা ডোনেস্ক এবং লুহান্সক এর রাষ্ট্রীয় নিরাপত্তা ভবনগুলো দখল করে। পাকিস্তানে বিভিন্ন সময় আত্মঘাতী হামলার জন্য দায়ী চরমপন্থি তালেবানদের সাথে সরকারের শান্তি আলোচনা চলছে। তবে এর মধ্যেও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে।