আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলসড়কের চোরাই গাছ উদ্ধার : মামলার প্রস্তুতি

 

স্টাফ রিপোর্টার: রাতের আঁধারে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের রেলসড়কের গাছ কেটে বিক্রির সময় ৫টি চোরাই ইপিলইপিল গাছ উদ্ধার করেছে আলমডাঙ্গা উপজেলা বনবিভাগ। আলমডাঙ্গা মুন্সিগঞ্জ রেলসড়কের গাছ রাতের আঁধারে চুরি করে সকালে বিক্রির সময় মাধবীতলা থেকে ৫টি ইপিলইপিল উদ্ধার করেছে আলমডাঙ্গা বনবিভাগ। গতকাল বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা বনবিভাগের ফরেস্ট অফিসার সিরাজুল ইসলাম ও মুন্সিগঞ্জ এরিয়ার বনবিভাগের সভাপতি এবং সদস্যদের নিয়ে আলমডাঙ্গার মাধাবীতলা নামক স্থানে গিয়ে মিনির কাঠের আড়ত থেকে ৫টি ইপিলইপিল গাছ উদ্ধার করেন।

Leave a comment