ঝিনাইদহের শৈলকুপায় সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসীদের হামলা দুজন আহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় একটি সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ২ জন আহত হয়েছে। হামলাকারীরা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত রোববার বিকেলে শৈলকুপা উপজেলার টংবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত সুব্রত কুমার বিশ্বাস জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার বিকেলে টংবিলা গ্রামে তার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অন্তত ১০/১২ জন সন্ত্রাসী হামলা চালায়। পার্শ্ববর্তী ফলিয়া গ্রামের লতা বিশ্বাস, রশিদ বিশ্বাস, ওসমান বিশ্বাস, জিকু, মোতাকাব্বের, বায়োজিদ, আজিজুল ইসলাম, শিহাব উদ্দীন হামলায় নেতৃত্ব দেয়। এ সময় তার পিতা সাগর চন্দ্র বিশ্বাস ও ভাগ্নে শশাঙ্ক বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা বাড়িটি ভাঙচুর করে ও ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, এ ঘটনায় সুব্রত কুমার বিশ্বাস বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment