চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্প পুলিশের অভিযান : ছিনতাইকৃত করিমনসহ গ্রেফতার ১

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হিজলগাড়ি ক্যাম্পপুলিশ অভিযান চালিয়ে নেহালপুর-হিজলগাড়ি সড়কে ছিনতাই হওয়া করিমনসহ ঝিনাইদহ বুড়াই গ্রামের ফজলুকে গ্রেফতার করেছে। ছিনতাই সিন্ডিকেটের হোতা দশমাইল বাজারের লেদ ব্যবসায়ী রবি দিয়েছে গা ঢাকা। পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেফতারে শুরু করেছে অভিযান।

জানা গেছে, গত ২৮ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি-নেহালপুর সড়কে গাছফেলে রাতভর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা পথচারীদের বেঁধে নগদ টাকা, মোবাইলফোন, করিমনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতারে জাল বিস্তার করে। ঘটনার ১০ দিনের মাথায় গতপরশু রোববার বিকাল সাড়ে ৪টার দিকে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে হিজলগাড়ি বাজার তে-মাথা থেকে ছিনতাই হওয়া করিমনসহ গ্রেফতার করেন ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের বুড়াই গ্রামের গোলাম রব্বানির ছেলে ফজলুর রহমান ওরফে ফজলুকে (৪৫)। ফজলুকে জিজ্ঞাসাবাদে পুলিশ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। সে মোতাবেক ওই দিনই পুলিশ অভিযান চালায় দশমাইল বাজারে। পুলিশি উপস্থিতি টের পেয়ে ছিনতাই সিন্ডিকেটের হোতা বাজারের লেদব্যবসায়ী রবিউল ইসলাম রবি কৌশলে সটকে পড়ে। পুলিশ বলেছে, রবিকে গ্রেফতার করতে পারলে হিজলগাড়ি-নেহালপুর সড়কে গাছ ফেলে রাতভর ছিনতাইয়ের ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেফতার করা সম্ভব হবে। গ্রেফতারকৃত ফজলুকে ওই দিনই পুলিশ মামলা দায়েরসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে।  গ্রেফতারকৃত ফজলু জানায়, সে ছিনতাইয়ের সাথে কোনোভাবে জড়িত না। সে রবির নিকট থেকে ১৯ হাজার টাকা দিয়ে করিমনটি কিনেছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হিজলগাড়ি-নেহালপুর সড়কে গাছ ফেলে ছিনতাইকাররা পথচারীদের বেঁধে নগদ টাকা, সোনার গয়না, মোবাইলফোন, করিমনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা আতিয়ার রহমান নামের একজনকে বেধড়ক মারপিট করে আহত করে।

Leave a comment