রাবিতে শিবির সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তুম আলী আকন্দ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছে ছাত্রলীগ। গত শনিবার রাতে রাবি ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান বাদি হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় এ মামলা করেন। রুস্তুম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছাত্রশিবিরের দু নেতাকে গ্রেফতারের পর ৭ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রুস্তুম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও ক্যাম্পাসে শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গতকাল রোববার ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি জানিয়ে মতিহার থানার ওসি এবিএম রেজাউল ইসলাম বলেন, গতকাল শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ডাঁশমারী এলাকা থেকে শিবিরের অর্থসম্পাদক সানাউল্লাহ জ্যাকি ও খুরশিদ আলম খুশিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে গতকাল রিমান্ডের শুনানি হয়নি। রুস্তুম হত্যার ঘটনায় ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে রোববার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। অর্থনীতি বিভাগ (দ্বিতীয় বর্ষ), বাংলা (প্রথম বর্ষ) এবং আইন ও বিচার বিভাগের (দ্বিতীয় বর্ষ) মৌখিক পরীক্ষা চলার খবর শুনে ছাত্রলীগ নেতারা সংশ্লিষ্ট বিভাগগুলোতে গিয়ে মৌখিক পরীক্ষা বন্ধ করে দেন। এ সময় অর্থনীতি বিভাগের সভাপতির কক্ষের সামনে থাকা বেঞ্চ ভাঙচুর করে ছাত্রলীগকর্মীরা। ধর্মঘটের পাশাপাশি দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দলীয় নেতাকর্মীরা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেফতার না করা পর্যন্ত ক্যাম্পাসে ধর্মঘট অব্যাহত থাকবে।

শাখা সভাপতিসহ শিবির নেতাদের বিরুদ্ধে ছাত্রলীগের মামলার প্রতিবাদে রোববার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাজলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলেই রুস্তুম নিহত হয়েছে। রুস্তুম হত্যার সঙ্গে জড়িতদের বিচার, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, খুনের নামে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ এবং অবিলম্বে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ভিসির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার দুপুর দেড়টায় ভিসির সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ড. এনামুল হক প্রমুখ। শুক্রবার দুপুর সোয়া ১টায় জুমার নামাজ চলাকালে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তুম আলী আকন্দ নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Leave a comment