স্টাফ রিপোর্টার: মোবাইলফোনে পরিচয়। প্রেমালাপ। বিয়ের প্রতিশ্রুতিতে প্রেমিকা নড়াইল থেকে চুয়াডাঙ্গায় এসে প্রেমিক ঝিনাইদহের মিল্টনের দেখা পেলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি। প্রেমিককে দেখে প্রেমিকা পছন্দ না করায় প্রেমিকের দু বন্ধুর সাথে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অবস্থান নেয়। আচরণ সন্দেহজনক হওয়ায় পরশু শনিবার রাত ১০টার দিকে এদের আটক করে।
আটকের পর উভয়ের অভিভাবকদের খবর দেয়া হয়। প্রেমিকদের পক্ষে মেস মালিক চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার মোর্শেদুল অভিভাবক হিসেবে থানায় হাজির হয়ে দু যুবক সোহেল রানা ও ওয়াজেদ আলীকে মুক্ত করে। অপরদিকে মেয়ের অভিভাবক নড়াইলের চরকালনা থেকে মা রোকেয়া খাতুন এসে মেয়েকে মুক্ত করে গতকাল রোববার বাড়ির উদ্দেশে রওনা হয়।