দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিবের বিদায় সংবর্ধনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিবের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে  বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃপাংশু শেখর বিশ্বাস, আ. ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন আহমেদ, উপজেলা ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা, নির্বাচন অফিসার আবু দাউদ, পল্লী উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেন, ফিল্ড মনিটরিং অফিসার ফয়সাল আহমেদ, আনসার ভিডিপি অফিসার মওলা করিম, নাজির হামিদুল ইসলাম প্রমুখ।