জীবননগর উপজেলা পরিষদের উদ্যোগে ৬টি স্কুলে ড্রামসেট বিতরণ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পরিষদের উদ্যোগে ৫টি স্কুলে ড্রামসেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান ৬টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ  ড্রামসেট বিতরণ করেন।       ড্রামসেট প্রাপ্ত স্কুলগুলো হলো- দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আশরাফুল মডেল একাডেমিক, আকলিমা প্রি-ক্যাডেট স্কুল ও জীবননগর পৌর কিণ্ডার গার্ডেন স্কুল। ড্রামসেট বিতরণকালে জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকীবিল্লাহ, দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মফিজ উদ্দিন, আকলিমা প্রি-ক্যাডট স্কুলের পক্ষে আব্দুর রশিদ ও পৌর কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।