আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গায় নেয়ার পর প্রতারকচক্রের চূড়ান্ত প্রতারণা
স্টাফ রিপোর্টার: চালক লাল্টু মিয়াকে অজ্ঞান করে আলমসাধুসহ নগদ টাকা হাতিয়ে নিয়ে গেছে প্রতারকচক্র। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে আলমডাঙ্গা টার্মিনালপাড়ার মৃত হায়দার আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার টার্মিনালপাড়ার লাল্টু মিয়া বেশ কিছুদিন ধরে শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু চালিয়ে আসছে। গতকাল রোববার দুপুরে বাড়িতে খাওয়া দাওয়ার পর সে আলমসাধু বের হয়। তাকে অজ্ঞান করে চুয়াডাঙ্গা কোর্টমোড়ে ফেলে রেখে অজ্ঞান পার্টির সদস্যরা আলমসাধু, নগদ কিছু টাকা ও মোবাইলফোন নিয়ে সটকে পড়ে। পড়ে থাকতে দেখে এক পথচারী এগিয়ে যায়। পকেট থেকে মোবাইলফোন নাম্বার পেয়ে বাড়িতে খবর দেয়। একটি দোকানে নিয়ে রাখে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।