দামুড়হুদা প্রতিনিধি: মাত্র ১০ দিন আগে জেলহাজত থেকে বেরিয়ে আবারো বড় ধরনের চালানসহ দামুড়হুদা থানা পুলিশের হাতে আটক হয়েছে এলাকার চিহ্নিত ফেনসিডিল ব্যবসায়ী উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মিলন (২২)। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটক মিলনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গতকাল সকাল ১০টার দিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এএসআই নেওয়াজ মোর্শেদ ও এএসআই ইমাম সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার প্রতাপপুর কবরস্থান পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলে আটক হয় মিলন। এ সময় মিলনের বাড়ির পেছনের ভুট্টাক্ষেতের মধ্য থেকে শাদা প্লাস্টিকের বস্তায় ভরা ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এএসআই নেওয়াজ মোর্শেদ বাদী হয়ে আটক মিলনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গতকাল সকাল ১০টার দিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।