স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর ও রায়গঞ্জ এবং ঢাকার কেরানিগঞ্জে তিনজনকে হত্যা করা হয়েছে। এছাড়া নরসিংদীর মাধবদী ও মাদারীপুরের রাজৈর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর ও রায়গঞ্জে এক মাদরাসা শিক্ষকসহ ২ জনকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ডিগ্রিরচর গ্রামের মৃত তমিন মণ্ডলের ছেলে ও চন্দ্রগাতি দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম (৬৫) এবং রায়গঞ্জ উপজেলার চানপুর গ্রামের চান্দুল্লাহ শেখের ছেলে আইয়ুব আলী (৩০)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল জানান, মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে টেকুয়াপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে রুহুল আমিনের বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মাদরাসা শিক্ষক নজরুল ইসলাম কর্মস্থলে যাওয়ার পথে রুহুল আমিন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে। এ সময় স্থানীয় জনতা ঘাতক রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
অপরদিকে, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, শুক্রবার রাতে আইয়ুব আলীর মৃতদেহ বাড়ির পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।
ঢাকার কেরানিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামী শাহিনের হাতে স্ত্রী মোসাম্মদ শাহিনুর (২৪) শুক্রবার রাতে খুন হয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জের পারগে-ারিয়া এলাকার জহিরুল ইসলাম লিটনের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মা জামিলা বেগম জানান চার বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। ছেলের মা বিয়ে মেনে না নেয়ায় বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। তিন দিন আগে শাহিনুরের শাশুড়ি রাজিয়া বেগম ছেলে শাহিনের বাসায় বেড়াতে যান। শুক্রবার তারা চলে যাওয়ার কথা থাকলেও না গিয়ে তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক এবং অন্য ভাড়াটিয়ারা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের স্বামী শাহিন ও শাশুড়ি মোসাম্মদ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করে।
নরসীংদীর মাধবদীর বালুসাইর গ্রামের হোম টেক্সটাইলের দক্ষিণ পাশের একটি গর্ত থেকে শেকেরচর ফাঁড়ির পুলিশ শনিবার অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে। স্থানীয় এক কৃষক ঘাস কাটতে গিয়ে মিলের পাশের গর্তে লাশ দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া দক্ষিণপাড়া গ্রাম থেকে পুলিশ শুক্রবার রাতে এক কিশোরী বধূর লাশ উদ্ধার করেছে। সে খালিয়া দক্ষিণপাড়া গ্রামের গোপাল ম-লের মেয়ে ও খালিয়া রাজারাম ইন্সটিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্রী পুতুল মণ্ডল (১৫)। মাত্র ২৩ দিন আগে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার জিরাতলী গ্রামের মনিন্দ্র মণ্ডলের ছেলে মধু মণ্ডলের সঙ্গে পুতুলে বিয়ে হয়।