লিভারপুলের কাঁধে ম্যানসিটির নিঃশ্বাস

মাথাভাঙ্গা মনিটর: সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। এ বড় জয়ের পর ইত্তিহাদের দলটি ৭০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। কিন্তু ম্যানসিটি তাদের চেয়ে এখন পর্যন্ত এক ম্যাচ কম খেলেছে। লিভারপুল ৩২ আর ম্যানসিটি খেলেছে ৩১ ম্যাচ। নিজেদের সামনের ম্যাচে মুখোমুখি হবে শীর্ষ এ দল দুটি- লিভারপুল ও ম্যানসিটি। ১৩ই এপ্রিলের ম্যাচটিই নির্ধারন করে দিবে যে, কারা শীর্ষে টিকে থাকবে।

গতকালের ম্যাচটি ছিলো ম্যানসিটির মাঠ ইত্তিহাদে। কিন্তু সফরকারীরাই এদিন বেশি সময় বলের দখল নিজেদের কাছে রাখে। তাদের ৫৬ শতাংশ সময় বল দখলের বিপরীতে ম্যানসিটি বলের দখল রাখে ৪৪ শতাংশ সময়। তবে এ সময়েই প্রতিপক্ষকে গোলের জোয়ারে ভাসতে ভুল করেনি স্বাগতিকরা। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টির মাধ্যমে স্বাগতিক ম্যানসিটিকে এগিয়ে দেন ইয়াইয়া তোরে। তবে ৩৭ মিনিটে পেনাল্টির মাধ্যমে সফরকারীদের সমতায় ফেরান ল্যাম্বার্ট। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিট ও অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করেন সামির নাসরি ও এডিন জেকো। ম্যানসিটি প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে। কিন্তু ৮১ মিনিটে জোভেটিক ম্যানসিটির ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।