স্টাফ রিপোর্টার: জাতীয় এ প্লাস ক্যাম্পেন পালিত হবে আজ শনিবার। এই ক্যাম্পেনের আওতায় সারাদেশে ২ কোটি ২০ লাখেরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ এ ক্যাম্পেন উদ্বোধন করবেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ৫ এপ্রিল সারাদেশে এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেন চালানো হবে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেল স্টেশন ও খেয়াঘাটে এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে তিনজন করে স্বেচ্ছাসেবী কাজ করবে। দুর্গম এলাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেন সফল করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগ, জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। কোনো শিশু বাদ পড়লে ক্যাম্পেনের পরবর্তী ৪ দিন পর বাড়ি বাড়ি গিয়ে তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিবছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেন নিয়ে কুচক্রী মহল নেতিবাচক প্রচারণা চালায়। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।