আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান মারামারি মামলার আসামি হাতেম গ্রেফতার

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল শুক্রবার দুপুরে এক অভিযান চালিয়ে মারামারি মামলার ১ আসামি হাতেমকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার বাশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত হাপারি মণ্ডলের ছেলে হাতেম আলী গত ২৬ মার্চ সকালে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে। কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। পাশের বাড়ির মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আনিচকে মেরে রক্তাক্ত জখম করে। হাতেম প্রাথমিক চিকিৎসা নিয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় গতকাল দুপুরে এসআই জিয়াউল হক গ্রেফতার করেন। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment