স্টাফ রিপোর্টার: ভাইয়ের চাচি শাশুড়ির সাথে লিভ টুগেদার করে আলমডাঙ্গার হৈদারপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করাকালীন ধরা খেয়ে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে এক যুবক। গত ৩১ মার্চ জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাফর (২৫) চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ মহাম্মদজমা গ্রামের প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে নিয়ে মুন্সিগঞ্জ হৈদারপুর গ্রামের মসলেমের ছেলে বাক্কার বাড়ি ভাড়া নিয়ে বিয়ে না করেই বসবাস করছিলো। সংবাদ পেয়ে প্রবাসীর স্ত্রীর বাড়ির লোকজন তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এ সংবাদে ক্ষিপ্ত হয়ে গতকাল বেলা ১২টার দিকে জাফর বিষপান করে। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী জানায়, প্রবাসীর স্ত্রী জাফরের ছোট ভাই বাচ্চুর চাচি শাশুড়ি। প্রবাসীর স্ত্রীর মোবাইলফোনে জানতে চাইলে তারা বিষয়টা অস্বীকার করেছে।