৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় নানি রহিমা গ্রেফতার

মুজিবনগর প্রতিনিধি: ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় নানি রহিমা (৫০) আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোনাখালি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, ধর্ষণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষক টোটন ওরফে সাগর ও মেয়ের নানি রাহিমাকে আসামি করে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ২ নং আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মামলার ১ নং আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে দারিয়াপুর গ্রামের টোকন ওরফে সাগর নামের এক কলেজছাত্র ৭ম শ্রেণির এক ছাত্রীকে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।