চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দে নামের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান আহাম্মেদ বিপ্লব, সদর পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফসহ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, সহসভাপতি শরিফ উদ্দিন, মেহেদী হাসান, বুলবুল, যুগ্ম সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহম্মেদ, রাশেদ, জেলা ছাত্রলীগের নেতা ডেভিড, হাফিজুর রহমান কালু, রাজা, শফিকুল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মতিয়ার রহমান মতি, অ্যাড. ফিরোজ, বুলবুল, ভুলোন, শিমু, জেলা যুবলীগের রাজ্জাক, মিলন, বিপ্লব প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন- পৌর ছাত্রলীগের সহসভাপতি হাসান, জাহাঙ্গীর, জর্জ, দপ্তর সম্পাদক জ্যাকি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রুবেল, মন্টা, অনিক, তাওরাত, রানা, রাকিব, মারুফ, হাসিবুল, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক জ্যাকি, সাংগঠনিক সম্পাদক বিপ্লব, এজাজ, সামাদ, জনি, ইসমাইল, রোমেল প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা যখন জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে। শিক্ষার পরিবেশ ভালো রাখার জন্য সাধারণ ছাত্রছাত্রীর জন কাজ করছে তখনই দলের ভেতরে বিভ্রান্ত সৃষ্টি ও নিজ স্বার্থ উদ্ধারের জন্য ও ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। অবিলম্বে বিপ্লব, জাবিদ ও জানিফের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়। সমাবেশটি পরিচালনা করেন পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি। -প্রেসবিজ্ঞপ্তি।