গাংনীর ভোলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের পোস্টমাস্টার আমিরুল ইসলাম (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে থ্রি হুইলারযোগে বাড়ি ফেরার পথে হেমায়েতপুর নামক স্থানে ওই যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া নেয়ার পথে আমিরুল ইসলাম মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাডাঙ্গা গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে ভোলাডাঙ্গা পোস্টঅফিসের মাস্টার আমিরুল ইসলাম সন্ধ্যায় গাংনী শহর থেকে থ্রি-হুইলার (জেএসএ) যোগে বাড়ি ফিরছিলেন। গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজারিয়া হেমায়েতপুর নামক স্থানে পৌঁছুলে একটি কুকুর আড়াআড়ি রাস্তা পার হচ্ছিলো। থ্রিহুইলার চালক দ্রুত ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে আমিরুল ইসলামসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় আমিরুল ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া নেয়ার পথে খলিশাকুণ্ডি নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিরুল ইসলাম। লাশ বাড়িতে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে আলাপ-আলোচনা করে আইনি ব্যবস্থা সম্পন্ন করা হবে।