স্টাফ রিপোর্টার: আমেরিকায় এক মাস বিনোদন ছুটি শেষে আগামী ১৪ এপ্রিল ভোরে দেশে ফিরবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। গতকাল বুধবার নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের প্রটোকল অফিসার শরিফুল ইসলামকে সিইসির আসার বিষয়ে অবহিত করা হয়েছে। যাতে তিনি আসার আগে তার প্রটোকলের ব্যবস্থা করা হয়। আলোচিত সমালোচিত সিইসি রকিব উদ্দিন গত ৫ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত হিসেবে পরিচিতি লাভ করেছেন। এরপর হুট করে উপজেলা নির্বাচন দিয়ে তিনি কৌশলে বিদেশ চলে যান। এ নিয়ে দেশের গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বিএনপিসহ সুজন বরাবরই সিইসির বিদেশ সফরকে এক ধরনের ফাঁকিবাজি হিসেবে আখ্যায়িত করে। কারণ উপজেলায় নিদারুণ সহিংসতা এবং শ শ অভিযোগের কোনো সুরাহা না করে তিনি দায়িত্ব ছেড়ে দেশের বাইরে চলে যান। এর জবাব দিয়ে সরকারের উপদেষ্টা এইচটি ইমাম ব্যাখ্যা দেন, সিইসি ক্লান্ত, বিদেশে বিশ্রাম নিতে গেছেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আর দায়িত্বে থাকছেন না এমন একটি গুঞ্জন উঠেছিলো খোদ নির্বাচন কমিশনেই। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেক কর্মকর্তা মন্তব্য করেছিলেন।