স্টাফ রিপোর্টার: ঢাকায় হজরত শাহজালাল বিমান বন্দরের সামনে বাসের চাপায় এক বিমানকর্মীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া বনানীতে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন একজন। বিমানবন্দরের সামনে বাসচাপায় নিহতরা হলেন- বিমানের কর্মচারী আব্দুল কুদ্দুস চৌধুরী (৫০), বিলকিস বেগম (৩৫), তাজউদ্দিন (৪০) ও সবুর খান (৪০)। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের সামনে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর থানার ওসি জানিয়েছেন।
তিনি বলেন, মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী জাবালে নুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোলচত্বরের উত্তর পাশের ফুটপাতের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে বিলকিস, তাজউদ্দিন ও সবুর খান মারা যান। পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিমানকর্মী কুদ্দুস।