মেহেরপুর অফিস: মেহেরপুর বড় বাজারে অবস্থিত জোৎস্না ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হলে তা ছড়িয়ে পড়ে আশেপাশে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তেভোগীরা।
জানা গেছে, ফ্যাক্টরির শ্রমিকরা ভোরে ফ্যাক্টরির মধ্যে আগুন দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দুটি বাড়ি ও গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির কারখানায়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা দু ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হন। বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান দিপু জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দুটি ফ্যাক্টরির চুলা, মিষ্টি ও বেকারির মালামাল ও আনুষাঙ্গিক জিনিসপত্র ভস্মীভূত হয়েছে।
মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সেলিম রেজা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।