বেতন-বৈষম্য দূরীকরণের দাবিতে শিক্ষকদের এক ঘণ্টার কর্মবিরতি চলছে

গাংনী প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে একঘণ্টা কর্মবিরতি পালন করছেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা। সারাদেশের ন্যায় মেহেরপুর জেলার সহকারী শিক্ষকরা ১ এপ্রিল থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করে আসছেন।

সহকারী শিক্ষক ঐক্য পরিষদ গাংনী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম জানিয়েছেন, এ উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ৭ এপ্রিল পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।

সম্প্রতি গঠিত নতুন বেতন কাঠামোতে প্রধান শিক্ষকদের বেতন স্কেল ৬ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সহকারী শিক্ষকদের বেতন স্কেল ৫ হাজার ২০০ টাকা। আগামী তৃতীয় টাইম স্কেলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল দাঁড়াবে ১২ হাজার টাকা এবং সহকারী শিক্ষকদের ৬ হাজার ৪০০ টাকা। তাই বর্তমান বেতন কাঠামোতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল ৫ হাজার ৯০০ টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন করছে ঐক্য পরিষদ।

Leave a comment