চকবাজারে পারফিউমের বোতল বিস্ফোরণে দগ্ধ ৩

 

স্টাফ রিপোর্টার: ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে পারফিউমের বোতল বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকবাজারের ছোটকাটরায় এ ঘটনা ঘটে।

ঢামেক সূত্রে জানা গেছে, চকবাজারের ৩ নম্বর ছোটকাটরার আট তলা ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আজিজ (৩০), কবির (৩২) এবং মফিজ (৪২) নামের তিনব্যক্তি দগ্ধ হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত কবির জানান, তারা বাসায় পুরোনো সুগন্ধির (পারফিউম) বোতলে সুগন্ধি ভরে বাজারে বিক্রি করতো। কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটে।

Leave a comment