কালীগঞ্জে বিএনপি সমর্থকদের ১২ বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট : আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষমতাসীন দলের লোকজন হামলা করে বিএনপি সমর্থকদের ১২টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। জমি দখলকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা দুধরাজপুর গ্রামের এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি সমর্থক আব্দুল ওহাব, আয়ুব হোসেন, মালেক মোল্লা, মামুন হোসেন, আনসার আলী, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, ওবাইদুর জোয়ার্দার ও বাচ্চু জোয়ার্দারসহ ১২টি বাড়ি ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সৈয়দ মোল্লা, মাসুম হোসেন ও আউয়ুব মোল্লাকে কুপিয়ে জখম করেন। আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে বিএনপি সমর্থকরা পরিবার পরিজন নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, সম্প্রতি দুধরাজপুর গ্রামের বিএনপি সমর্থক সৈয়দ মোল্লার ২২ শতক জমি দখল করে ঘর নির্মাণ করছে মাহবুবুর রহমান ও কচি মোল্লার লোকজন। এ জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকরা গতকাল বিকেল ৪টার দিকে বিএনপি কর্মীদের বাড়িতে হামলা চালায়।  কালীগঞ্জ থানার এসআই জসিম উদ্দীন জানান, ৬ থেকে ৭টি বাড়ি সামান্য ভাঙচুর করেছে। তবে লুটপাটের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a comment