আলমডাঙ্গায় মারামারি মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ গত মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে মারামারি মামলাসহ এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুকা, শাহাজদ্দিন ও সামাদকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার সোহাগপুর গ্রামের মৃত উম্বাদ আলীর ছেলে সুকা (৪০) একই গ্রামের আশা মল্লিকের ছেলে শাহাজদ্দিন (৪৬) গত ২০ মার্চ একই গ্রামের আক্কাচ আলীর ছেলে উলফাতকে জমিজমা সক্রান্ত বিষয়ের জের ধরে মারপিঠ করে। উলফাত মার খেয়ে আলমডাঙ্গা থানায় সুকা ও শাহাজদ্দিনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় গতপরশু রাতে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউল হক তাদের দুজনকে গ্রেফতার করেন। অপরদিকে থানার এসআই মুস্তাফিজুর রহমান এক মামলার পলাতক আসামি গোপীপুর গ্রামের আমজাত আলীর ছেলে সামাদ আলীকে গ্রেফতার করেন। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment