যশোরে বাস থামিয়ে দু শিশু শ্রমিককে গণধর্ষণ : আটক ৩

স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুরে ১৩ ও ১৪ বছর বয়সী দু কন্যা শিশু শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। গতকাল রোববার গভীর রাতে অফিসের বাসে বাসায় ফেরার পথে মান্দারতলা এলাকায় এ ঘটনার শিকার হয় তারা। জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ধর্ষিতার মা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়াস্থ আকিজ জুট মিলের শ্রমিক বহনকারী বাসে তারা বাসায় ফিরছিলো। পথিমধ্যে মান্দারতলায় পৌঁছুলে ৭/৮ জন যুবক বাসটি থামিয়ে দু শিশু শ্রমিককে নামিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বাসচালক কামরুল ইসলাম জানান, সন্ধ্যা সিফটের কাজ শেষে শ্রমিকদের নামিয়ে দিতে ঘটনাস্থল হয়ে চালকিডাঙ্গায় পৌঁছানোর কথা ছিলো। পথিমধ্যে ওই দু শিশু শ্রমিককে নামিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বিজয়রামপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে হাফিজুর রহমান (২৮), একই গ্রামের আজিজ মোড়লের ছেলে জাহাঙ্গীর (২৬) ও এরশাদ আলীর ছেলে রিপনকে (২৫) আটক করেছে।

এক ধর্ষিতার মা বলেন, আমার মেয়ে এখনো কাজ করার মতো হয়নি, তাও পেটের দায়ে মিলে কাজ করতি পাঠায়। কাজ সেরে সময় মতো বাড়ি না ফিরায় চিন্তা হচ্ছিলো। এমন সময় পুলিশ খবর দিলো তাদের ক্ষতি হয়ে গেছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক বলেন, ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

Leave a comment