জীবননগর ব্যুরো: গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ’র হাতে আটক দু বাংলাদেশি বালককে ফেরত দেয়া হয়েছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর আটক দু বালক শাহিন মিয়া (১২) ও রাফিজ মিয়াকে (১০) বিকেলে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নসূত্রে জানা যায়, ব্যাটালিয়েনের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির ৬০/৩৯-আর মেন পিলার নিকট দিয়ে ২০ গজ ভারতের অভ্যন্তরের বর্ণবাড়িয়া নামক স্থানে গরুর জন্য ঘাস কাটতে যায় বাঘাডাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহিন মিয়া ও মজিবুর রহমানের ছেলে রাফিজ মিয়া। এ সময় ভারতের ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের বর্ণবাড়িয়া ক্যাম্পের টহলদল তাদেরকে আটক করে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আটককৃত বালকদের ফেরতের দাবি জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে পত্র প্রেরণ করে। বিকেলে এ নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাদেরকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি আটককৃত বালকদের তাদের পিতার নিকট হস্তান্তর করে।