ভালাইপুরের জবা সামাজিক উন্নয়ন সংস্থার লগ্নিকারী সদস্য ও কর্মীদের কপালে দুশ্চিন্তার ছাপ : পরিচালকের ওপর চড়াও

 

 

স্টাফ রিপোর্টার: জামানত নিয়ে কর্মী নিয়োগ এবং ঋণ দেয়ার প্রতিশ্রুতিতে লগ্নি নিয়ে ঋণ না দেয়ায় চুয়াডাঙ্গা ভালাইপুরে অবস্থিত জবা সামাজিক উন্নয়ন সংস্থা নামের এনজিও সন্দেহের দৃষ্টিতে পড়েছে। লগ্নি আদায়কারী মাঠকর্মীরা আদায় বন্ধ করে দিয়ে ঋণ প্রদানের দাবিতে গতপরশু সংস্থায় উত্তেজিত হয়ে ওঠে। নির্বাহী পরিচালক সোহেল বিশ্বাস অবশ্য ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি শান্ত করলেও তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

জামানত দিয়ে মাঠকর্মী হিসেবে নিয়োগ নিয়ে লগ্নি আদায় করে বিপাকে পড়েছি বলে জানিয়ে সংস্থার নির্বাহী পরিচালকের বিরুদ্ধে বেশ ক’জন মাঠকর্মী অভিযোগ তুলে বলেছে, ডিশ ক্যাবলে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। তা দেখে নিয়োগ নিতে এলে কারো নিকট থেকে ৫ হাজার কারো নিকট থেকে ‌১০ হাজার টাকা করে জামানাত নেয়া হয়। ঋণ দেয়ার কথা বলে মাঠ পর্যায়ের নারী পুরুষ সদস্যদের নিকট থেকে সঞ্চয়ের নামে লগ্নি আদায় করিয়ে নেন পরিচালক। যথা সময়ে ঋণ না দেয়ায় সদস্যরা ক্ষুব্ধ হয়ে পড়েছে। তারা এখন ঋণের দাবিতে মারমুখি হচ্ছে। পরিচালকের নিকট ঋণের কথা বললে তিনি নানা অজুহাতে দিনের পর দিন ঘোরাচ্ছেন। এ অবস্থায় গত রোববার বেলা ২টার দিকে পরিচালকের সাথে কয়েকজন মাঠকর্মী উত্তপ্ত বাক্য বিনিময় করে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও লগ্নিকারী ও কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

Leave a comment